ইসলামী বই পড়ার প্রতি মানুষেরদের কে উৎসাহ দিলেন, ডঃ মিজানুর রহমান আযহারী

ইসলামী বই পড়ার প্রতি মানুষেরদের কে উৎসাহ দিলেন, ডঃ মিজানুর রহমান আযহারী

 বই কিনুন। বই পড়ুন। বই উপহার দিন। বই মনের পরিধি বাড়ায়। আলোকিত জীবনের প্রধান উপকরণ হচ্ছে বই। বই পড়লে মস্তিষ্কের ব্যায়াম হয়, কল্পনার ক্ষমতা বাড়ে, চিন্তার চর্চা হয় এবং মনছবি আঁকার পারদর্শিতা অর্জিত হয়।


দেশী-বিদেশী, মৌলিক-অনুবাদ, ইসলামিক কনভেনশনাল সবধরণের বই পড়া উচিত। বই পড়ে পৃথিবীর বিভিন্ন লেখকের সাথে অথবা ভিনদেশী সভ্যতার সাথে আমরা সহজেই সংযোগ স্থাপন করতে পারি। লেখকের দীর্ঘদিনের সঞ্চিত অভিজ্ঞতাকে খুব সহজেই আমরা জেনে ফেলতে পারি। তাই বেশী বেশী বই পড়ার কোন বিকল্প নেই।


বিভিন্ন উপলক্ষে উপহার হিসেবে প্রিয়জনকে বই কিনে উপহার দিন। বই উপহার দেওয়ার রেওয়াজ চালু হলে, প্রতিটি ঘরেই বই শোভা পাবে এবং ধীরে ধীরে সবার মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। গড়ে উঠবে একটি পড়ুয়া জাতি।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন