হযরত মাওঃ ইসহাক আলমগীর।
জন্ম সিলেট জেলার বিশ্বনাথে। পারিবারিক ঐতিহ্য ইসলামী শিক্ষা, দাওয়াত ও সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ।সুস্থ সংস্কৃতির শিক্ষা পারিবারিক ভাবে পেয়েই তিনি বড় হয়েছেন। বরেণ্য আলেমে দ্বীন, আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ ইব্রাহীম আলী সাহেবের ছেলে।
তাকমীল ফীল হাদীস সমাপন করেন ঐতিহ্যবাহী জামেয়া দরগাহে হজরত শাহজালাল রাহঃ সিলেটে। বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে উচ্চতর পড়া লেখা করেন জামেয়াতুল খাইর আল ইসলামীয়া মাদ্রাসায়।
বর্তমানে ঢাকাস্থ জামেয়া ফ্রেন্ডস অব জায়েদের ভাইস প্রিন্সিপালের দায়িত্বে আছেন দক্ষতার সঙ্গে। এবং আইনুদ্দীন আল আজাদ রহ. এর প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সংগীত পরিচালকের দায়িত্ব পালন করার পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক জোটের সংগীত পরিচালেকের দায়িত্ব পালন করছেন এই নন্দিত সংস্কৃতি যোদ্ধা। তাঁর আরেকটি পরিচয় হচ্ছে, তিনি সময়ের আলোচিত দার্শনিক, বিদগ্ধ আলেমে দ্বীন, কবি মুসা আল হাফিজ হাফিজাহুল্লাহুর সহোদর।
ইসহাক আলমগীর বর্তমান সময়ের একজন জনপ্রিয় গীতিকার, সুরকার এবং সংগীত শিল্পী। তাঁর বেশকিছু সংগীত দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে।
আল্লাহ সুবহানাহু তাআ'লা সুস্থ- সংস্কৃতি বিকাশে
এই গুনি শিল্পীর দীর্ঘ নেক হায়াতে তাইয়্যেবাহ দান করুন, আমীন।
কলরবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অসংখ্য সংগীতের মধ্যে উল্যেখযোগ্য সংগীত গুলো হচ্ছে।
১. একটু ছায়া দিও
২. জিকির
৩. দুরুদ
৪. মোহাম্মাদি প্রেম
৫. তাজদারে মাদিনা
৬. লাব্বাইক
৭. তারিফ
৮. অপরুপ
৯. শাহে মাদীনা
১০. হে নবীন
১১. ফিদাকা এয়া রাসুল্লাহ
১২. হাবীবে খোদা
১৩. হ্নদয় জুড়ে
১৪. স্বপ্ন আঁকি
১৫. বাল্লিগনা রামাদান
১৬. মাদীনা
১৭. হ্নদেয়র ক্যানভাস
১৮. সাদা কাঁচ
১৯. রাব্বির হামহুমা
২০. রুনা জারি
২১. ত্যাগের মহিমা
২২. খুশির ঈদ
২৩. সালাত
২৪. খোশ কালাম
২৫. তুমি পারবে
২৬. আল্লাহুম্মা
২৭. সুবহানাল্লাহ
২৮. নাজরানা
২৯. হাজির