ফয়জুল কুরআনের বিশ্বজয়

ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ হলে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ঢাকার মিরপুর ১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরীম সারা বিশ্বের অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ। এই ক্ষুদে হাফেজ ৩১/১২/২০০৮ইং তারিখে টাঙ্গাইলের নাগরপুর থানাধীন ভাদ্রা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহণ করে। তার বাবা হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী। উল্লেখ্য সে গত ২২/৮/২১ই;তারিখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়। এরপর পর্যায়ক্রমে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম দুই বাছাই পর্বে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা ঊড্ডিণ করতে সক্ষম হয়। সম্প্রতি ০৫/০৩/২২ তারিখে জমকালো আয়োজনের মাধ্যমে এবছরের পৃথিবী সেরা বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সাংস্কৃতিক মন্ত্রী মুহাম্মাদ মাহদী ইসমাইলী, শিক্ষা মন্ত্রী ইউসুফ নুরী ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়্যেদ মাহদী খামুশী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ। বিশেষ দ্রষ্টব্য: হাফেজ সালেহ আহমদ তাকরীম সহ অত্র প্রতিষ্ঠান একাধিক ছাত্র কুয়েত, মিশর ও আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েও করোনা প্রাদুর্ভাবের কারণে অংশগ্রহণ করতে পারেনি। সে ইতিপূর্বে জনপ্রিয় রিয়েলিটি শো পবিত্র কুরআনের আলো-২০২০এ বাংলাভিশনে ১ম স্থান অর্জন করে। তার এই অসামান্য কৃতিত্বের শোকরিয়া স্বরূপ মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাকরীম সহ ইলমে দ্বীনের সকল শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের আলেম ও দ্বীনের খাদেম হওয়ার তাওফীক দান করেন। আমীন। সার্বিক যোগাযোগ ৬৭/১ হরিরামপুর মিরপুর ১, ঢাকা। মোবাইল নাম্বার 01777754011/01720107288
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন