মুফতী তাকী উসমানী হা‌ফি.পা‌কিস্তা‌নে নিযুক্ত সৌদী রাষ্ট্রদূ‌তের সা‌থে সৌজন্য সাক্ষা‌তে মি‌লিত হন।

শাইখুনা ওয়া শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানী হা‌ফি. বার্ধক্যজ‌নিত কার‌ণে অ‌নেক অসুস্থ। কিন্তু দাওয়াত তাবলী‌গের ওপর সৌদী সরকা‌রের বি‌ধি‌নি‌ষেধ অ‌রো‌পের সংবাদ তাঁ‌কে স্থির থাক‌তে দেয়‌নি। কষ্ট হওয়া স‌ত্ত্বেও তি‌নি পা‌কিস্তা‌নের কে‌ন্দ্রীয় তাবলীগী মারকা‌যে রাই‌বে‌ন্ড প‌রিদর্শন যান এবং মুরুব্বী‌দের সান্ত্বনা দেন। সেখান থে‌কে তি‌নি পা‌কিস্তা‌নে নিযুক্ত সৌদী রাষ্ট্রদূ‌তের সা‌থে সৌজন্য সাক্ষা‌তে মি‌লিত হন। রাষ্ট্রদূ‌তের সাম‌নে তি‌নি তাবলীগী জামাআ‌তের অ‌রো‌পিত অ‌ভি‌যো‌গের জবাব দেন ও এবং একাজের প্র‌য়োজনীয়তা তু‌লে ধ‌রেন। সা‌থে ছি‌লেন মাওলানা হা‌নিফ জলন্ধরী হা‌ফি.। আল্লাহ তাআলা উভয় হযরতকে জাযা‌য়ে খা‌য়ের দিন। তাঁ‌দের অ‌ভিভাক‌ত্বের ছায়া আমা‌দের উপর আরও দীর্ঘ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন