"তানযীমুল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদী" তথা "নরসিংদী জেলা ক্বওমী মাদরাসা পরিষদ" এর মিটিং এ নরসিংদী জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সম্মুখে সময়ের সমালোচিত বক্তা "মাজহারুল ইসলাম মাজহারী"র বিষয়ে আলোচনা শেষ করা হলে মিটিং এ উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তাকে সঠিক ভাবে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়। যদি সে নরসিংদী জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের নির্দেশকে উপেক্ষা করে পূর্বের ন্যায় ওয়াজ মাহফিলের মঞ্চে হাসি তামাশা ও ফাজলামি মূলক কোনো কার্যকলাপ করে সমালোচনার জন্ম দেয়, তাহলে তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিটিং এ উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্বওমী মাদরাসা পরিষদের চেয়ারম্যান..........
💠হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার হাফি.
মহাসচিব..........
💠আল্লামা ইসমাঈল নূরপুরী হাফি.
💠আল্লামা আলী আহমদ হুসাইনী হাফি.
💠আল্লামা রশিদ আহমদ হাফি.
💠আল্লামা ইলিয়াস শেরপুরী হাফি.
💠আল্লামা আশরাফ আলী হাফি. সহ আরো অনেক উলামায়ে কেরামগণ।