নির্বাচনকে জিহাদ বলা কি দীনের তাহরীফ নয়? প্রশ্ন মাওলানা আব্দুল মালেক হাফি.এর

গতকাল দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উসমানিয়া নোয়াখালী এর বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন দীর্ঘ এক ঘন্টা ব্যাপী ঈমান-আক্বীদা ও আমল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। বয়ান শেষে নাস্তার সময় স্থানীয় ওলামায়ে কেরাম দেখা সাক্ষাত করার জন্য আসেন । এর মাঝে সমসাময়িক আলোচনার বস্তুতে পরিণত হওয়া চরমোনাইকে সম্মোধন করে হুজুরের সম্মোধন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জানতে চাওয়া হয়,হযরত! লেখাটা সত্যিই কি আপনার ? প্রতিউত্তরে হুজুর বলেন, হ্যাঁ! অবশ্যই আমার লেখা, আমিই লিখেছি । এরপরে হুজুর বিষয়টি স্পষ্ট করতে গিয়ে বলেন , চরমোনাইর মুজাহিদ প্রকাশনী থেকে বের হওয়া মাসহাফের ভূমিকায় ৬৬৬৬ সংখ্যাকে হযরত আয়েশা রাযি.এর দিকে ইঙ্গিত করা হয়েছে, অথচ হযরত আয়েশা থেকে এ বিষয়ে কোনো রেওয়ায়েত নেই । আর তাদের মাসহাফের ভূমিকায় যেসব ওলামায়ে কেরাম 6666 সংখ্যাকে ভুল বলেছেন, তাদের সম্পর্কে বলা হয়,কতিপয় মুহাক্কিক আলেমরা কাটছাঁট করে ওই 6666 সংখ্যাকে কমিয়ে ফেলেছেন! হুজুর বলেন,কোরআনের আয়াত সংখ্যাকে কমানো কি কোন আলেমের এখতিয়ারে রয়েছে? এটাতো একটি তাওকীফী বিষয় ,তাহলে মুহাক্কিক আলেমদের দিকে এ ধরনের সম্মোধন কেন করা হলো?? এরপর হুজুরের কাছে জানতে চাওয়া হয়, হযরত! আপনি যে বলেছেন, চরমোনাই এর মাঝে কিছু তাহরীফাত রয়েছে, মুনকারাত রয়েছে, এরকম আপনার নজরে কী কী পড়েছে? হুজুর বলেন ,এ যে তারা নির্বাচনকে জেহাদ বলে এটা কি দীনের তাহরীফ নয়? ইসহাক রহমাতুল্লাহ এর কিতাবাদিতে যে সমস্ত ভুল -ভ্রান্তি রয়েছে উনারা কি সেগুলো তাসহীহ করতে পারে না?? কোরআনে জিকির করার সময় আল্লাহ পাক دون الجهر বলেছেন, অথচ তারা চিল্লাচিল্লি করে জিকির করাকে কোরআন থেকেই সাব্যস্ত করতে চায়! এটা কি তাহরীফ নয়??
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন