হাফেজ মাওঃ মাসুম বিল্লাহ মারুফ
জন্ম কিশোরগঞ্জ জেলার, তাড়াইল থানার, বেলংকা পূর্ব পাড়া গ্রামে।
পারিবারিকভাবে ইসলামী শিক্ষা, ও সুস্থ-সংস্কৃতি চর্চার মাধ্যমেই বড় হয়েছেন। হযরত মাওঃ আব্দুল খালেক সামাদি সাহেবের ছোট ছেলে।
হিফজ ও তাকমীল ফীল হাদীস সমাপন করেন,
ঐতিহ্যবাহী জামি'আ ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসায়। এছাড়াও সংস্কৃতি নিয়ে স্ট্যাডি করেছেন।
আইনুদ্দীন আল আজাদ রহ. এর প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সহকারী শিশু-কিশোর পরিচালকের দায়িত্ব পালন করার পাশাপাশি, অনেক গানের সুরকার ও গীতিকার, এবং দেশের বিভিন্ন স্থানে স্টেইজ পারফর্ম করছেন
এই নন্দিত সংস্কৃতি যোদ্ধা।
কলরবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত তাঁর নিজের লেখা,সুর করা ও সম্মেলিতভাবে গাওয়া সংগীতগুলো হলো।
১. স্বপ্ন চারিনী
২. পরিণয়
৩. পূর্ণিমারী আলো
৪. স্মৃতির অশ্রুবৃন্দ
৫. আগামীর ফোটা ফুল
৬. সোনার ফ্রেমে নাম
৭. একটু ছায়া দিও
৮. তুমি ছাড়া সর্বহারা
৯. ধর্ষণ
১০. বানভাসী
১১. খোশ আমদেদ
১২. মহরার গান
১৩. আগুন
১৪. সন্দীপ
১৫. সুবহানাল্লাহ
১৬. আল্লাহুম্মা
১৭. হাতপাখা জিন্দাবাদ
১৮. বাংলার কথা
১৯. শাদী মোবারাক
২০. কুরবানী ত্যাগের মহিমা
২১. মুক্তির দাবী
২২. স্বাধীনতার গজল
২৩. লাব্বাঈক-২
২৪. বাংলার কথা
২৫. তীর হারা
২৬. আলোর মশাল
২৭. মুয়াজ্জিনের ডাক
২৮. কার তুলিতে
২৯. মুক্তি চাই
৩০. সংগ্রামী এক নাম
৩১. এটি এম হেমায়েত উদ্দিন
৩২. পাক জমিনে
৩৩. বাঁচা মরার গান
৩৪. ছোপ ছোপ রক্ত
৩৫. জেগে ওঠো
এছাড়াও শিল্পী মাসুম বিল্লাহ মারুফের সুর ও কন্ঠে
বয়াত, কনিষ্ঠা আংঙুল ও স্মৃতির অশ্রুবৃন্দ-২ এই ৩টি সংগীত শীগ্রই আপলোড হওয়ার কথা রয়েছে।
মাসুম বিল্লাহ মারুফ!
বর্তমান সময়ের একজন জনপ্রিয় শিল্পী,
তাঁর স্টেইজ উপস্থাপনা দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআ'লা সুস্থ- সংস্কৃতি বিকাশে এই গুনি শিল্পীর দীর্ঘ নেক হায়াতে তাইয়্যেবাহ দান করুন, আমীন।