১৩ ই জানুয়ারি ২২' তিন দিনের সফরে বাংলাদেশ আসছেন সাহেবজাদায়ে মাদানী,আমিরুল হিন্দ, দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও সদরুল মুদাররিসিন আল্লামা আরশাদ মাদানী দাঃবাঃ। হযরতের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন মাদানি নগর মাদ্রাসার মোহতামিম মাওলানা ফয়জুল্লাহ সন্দেপী হাফিযাহুল্লাহ। ১৩ ও ১৪ তারিখ সিলেট ও চট্টগ্রামে দু'টি সম্মেলনে যোগদান করবেন। ১৫ তারিখ মাদানি নগর মাদ্রাসার ইসলাহী জোড়ে বাদ মাগরিব আখেরী বয়ান ও দোয়া শেষে হিন্দুস্তানের উদ্দেশ্যে ফিরে যাবেন।