ঢাবি এখন একটি উচ্চতর মাদরাসায় পরিণত হতে যাচ্ছে বললেন প্রফেসর মুখতার আহমাদ


ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ মাদ্রাসা শিক্ষার্থী চান্স পাচ্ছে, তাতে ঢাবি এখন একটি উচ্চতর মাদরাসায় পরিণত হতে যাচ্ছে, বললেন প্রফেসর মুখতার আহমাদ 



আজ (৪ নভেম্বর) বৃহস্পতিবার তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে দিয়ে এসব কথা বলেন, তিনি আরো বলেন


.আমাদের মেধাবী শিক্ষার্থীগণ, প্রিয় সন্তানগণ এই অঙ্গনকে আরো মুখরিত, আরো নৈতিক ও বিশুদ্ধ করে তুলবে, সেই ফরিয়াদ ও প্রত্যাশা করছি, ইংশাআল্লাহ।

.সব বিভাগে যদি মাদ্রাসার শিক্ষার্থীদের ভর্তির সমান সুযোগ দেয়া হত, তাইলে অন্যদের তুলনায় এরা অনেক এগিয়ে থাকতো, এবং জাতি পেত একঝাঁক নীতিবান, দায়িত্বশীল, বিশুদ্ধ দেশপ্রেমী নাগরিক ।



তাই ঢাবির সব বিভাগে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তির সমান সুযোগের দাবী জানাচ্ছি।

إرسال تعليق (0)
أحدث أقدم