ময়মনসিংহে পুলিশে নিয়োগ পেলো ১০৭জন।
ময়মনসিংহে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন শতাধিক মেধাবী যুবক-যুবতি। বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাত সোয়া ১২টায় ময়মনসিংহ পুলিশ লাইন্স চত্বরে পুলিশ ট্রেইনি রিক্রুটিং কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান।
জেলা পুলিশ সূত্র জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এবার ২৯৩০ জন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে এ পরীক্ষায় ৭১৬ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরে লিখিত পরীক্ষায় পাস করে ১৮৫ জন। এর মধ্যে থেকে ১৯ জন অপেক্ষমাণসহ ১২৬ জন উত্তীর্ণ হয়। যার মধ্যে ১০৯ জন পুরুষ ১৭ নারী। ঘোষিত ফলাফল অনুযায়ী মুক্তিযোদ্ধা কোঠায় ৯ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোঠায় একজন, পোষ্য কোঠায় ২৪ জন, আসনসার থেকে ৪ জন এবং সরাসরি ৫১ জনকে নিয়োগ পেয়েছেন।
পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জানান, এবার কোনো ধরণের দুর্নীতি ও ঘুষ গ্রহণ ছাড়াই মেধাবী এবং যোগ্যদের চাকুরিতে নিয়োগ দেয়া হয়েছে।