যতই বাঁধা আসুক, হামলা মামলা আসুক আমরা বিন্দু পরিমাণ বিচলিত নই বললেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ফারুক হাসান

যতই বাঁধা আসুক, হামলা মামলা আসুক আমরা বিন্দু পরিমাণ বিচলিত নই বললেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ফারুক হাসান। আজ (২ নভেম্বর) তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস মাধ্যমে এসব কথা বলেন, তিনি আরো বলেন তরুণদের নিয়ে অতীতেও অসংখ্যাবার ষড়যন্ত্র হয়েছে, সুতরাং গণ অধিকার পরিষদ কে নিয়ে যে ষড়যন্ত্র হবে এটা স্বাভাবিক। 
কারণ তারা ভালো করেই জানে এই গণ অধিকার পরিষদ তাদের দীর্ঘ দিনের প্রতিষ্ঠিত প্রতিহিংসা পরায়ণ পরিবারতন্ত্রকে ভেঙেচুরে খানখান করে দিবে।
তাইতো তারা আতঙ্কে রয়েছে, কখন জানি গণ অধিকার পরিষদ গণমানুষকে নিয়ে তাদের অবৈধ মসনদে হানা দেয়, পরিবারতন্ত্রের রাজনীতির বিষদাঁত উপড়ে ফেলে।

আমরাও পরিষ্কারভাবে বলছি, যতই বাঁধা আসুক, হামলা মামলা আসুক আমরা বিন্দু পরিমাণ বিচলিত নই
যতই বাঁধা আসুক, হামলা মামলা আসুক আমরা বিন্দু পরিমাণ বিচলিত নই  বললেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ফারুক হাসান

। সকল বাঁধাকে উপেক্ষা করে গণ অধিকার পরিষদ গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে।
গণ অধিকার পরিষদ এর সদস্য সংগ্রহ চলছে, যারা নতুন ধারার এই রাজনৈতিক দলে যোগ দিতে চান যোগাযোগ করুন।।
إرسال تعليق (0)
أحدث أقدم