ইসলামি বইমেলায় ক্রেতাদের উপচে পড়া ভীরের আনন্দময় একটি দৃশ্য

ইসলামি বইমেলায় ক্রেতাদের উপচে পড়া ভীরের আনন্দময় একটি দৃশ্য। কুরআন-হাদীসের আলোকে লিখিত বই-পুস্তক কিনতে বায়তুল মুকাররমের বইমেলায় এভাবেই ভীর জমিয়েছেন লেখক-পাঠক ক্রেতারা। মেলার ফাঁকে ফাঁকে দেশের খ্যাতনামা ইসলামি লেখক, গবেষকদের উপস্থিতি, লেখক-পাঠক আড্ডা ইত্যাদি বইমেলাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আমাদের দেশের কিছু জ্ঞানপাপী লেখক আছে- যারা তাদের লিখনীতে সাহিত্যের নামে নাস্তিকতার বিষবাষ্প ছড়ায়। মুসলমানের সন্তানদেরকে পশ্চিমা।অপসংস্কৃতিতে গা ভাসানোর তালিম দেয়। তাদের লিখনীর লক্ষ্য উদ্দেশ্য থাকে, পাঠকের মনে মস্তিস্কে ইসলামের বিরুদ্ধাচারণ ও ওলামা বিদ্বেষের বীজ বপন করা। লেখার মারপ্যাঁচে নাস্তিকতার তালিম দেওয়া সেই লেখকদের কলমের নিভ ভেঙে দিয়ে সর্বস্তরের পাঠকদের ইসলামি বই পাঠে আগ্রহী করে তুলতে ইসলামি বইমেলার এ ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে। ইসলামি বইয়ের জগৎ তো আসলে আমাদের মননের সবচেয়ে প্রত্যক্ষ জগৎ। এ জগতের মধ্য দিয়েই এ জাতির শিক্ষা, তথ্য ও মননের সমৃদ্ধি নির্মাণ হবে। এ জগতটি তাই বড় হয়ে উঠুক, বিষয়ের বৈচিত্রে, পরিসর আয়তনে, মানে সৌন্দর্যে এবং বিপণন ও বাজারে। বিপণিকেন্দ্র, অনলাইন শপ এবং উন্মুক্ত মেলা-সবগুলো অঙ্গনই জমজমাট হয়ে উঠুক। আল্লাহ তাআলা এই জগতটিকে আরো আরো বড় করে দিন। সফল করুন, কবুল করুন। [H.M.Zunaid হাটহাজারী, চট্টগ্রাম ]
إرسال تعليق (0)
أحدث أقدم