বাইতুল মোকাররম ইসলামী বই মেলায় যাওয়ার জন্য মানুষকে উৎসাহ দিলেন মিজানুর রহমান আযহারী

বাইতুল মোকাররম ইসলামী বই মেলায় যাওয়ার জন্য মানুষকে উৎসাহ দিলেন মিজানুর রহমান আযহারী

 ছোটবেলা থেকেই একুশে বইমেলা এবং ইসলামিক ফাউন্ডেশন বইমেলায় প্রতিবছর যেতাম। নতুন বইয়ের স্পর্শ, মলাটের গন্ধ আর বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বইয়ের পৃষ্ঠা উল্টে দেখার মাঝে একটা বিশেষ আনন্দ খুঁজে পেতাম। মাঝখানে কিছু বছর এই আনন্দটা মিস করেছি। এবার খুব বেশী মিস করছি। এবারের বইমেলা বেশ জমজমাট মাশাআল্লাহ। দেশে থাকলে নিশ্চিত যাওয়া হতো।


বাইতুল মোকাররমের উত্তর গেটে এবারের ইসলামিক ফাউন্ডেশন বইমেলায় সকল ঘরানার আলেমদের আগমন বইমেলাকে সত্যিই প্রাণবন্ত করে তুলেছে। বায়তুল মোকাররমের চত্বর যেন ইসলামপ্রেমীদের কোলাহলে মুখরিত। জ্ঞান বিপ্লবের এ যেন এক বাঁধভাঙ্গা জোয়ার। 


যারা এখনো যাননি, জলদি যাওয়ার প্ল্যান করুন। বই মেলার সময় আরো ৭ দিন বাড়ানো হয়েছে। মেইনস্ট্রীম মিডিয়া প্রমোট করছেনা তাতে কী? আমাদের মেলা আমরাই প্রমোট করবো ইনশাআল্লাহ



إرسال تعليق (0)
أحدث أقدم