ঢাকা ইসলামী বইমেলার সময়সীমা বাড়লো


সুখবর! সুখবর! সুখবর! ঢাকা ইসলামী বইমেলার সময়সীমা বাড়িয়ে
১০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে!  বইমেলা! বইমেলা! বইমেলা !!!  চলছে ইসলামী বইমেলা !!! _______________________________  'ঢাকা বায়তুল মোকাররম ইসলামী বইমেলা ২০২১'  _____________________________________________________ — পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে (মেইন গেইট) চলছে ইসলামী বইমেলা! — দৈনিক সকাল দশটা থেকে রাত দশটা! — চলবে নভেম্বর ১০ তারিখ পর্যন্ত! — সমস্ত বইতে ছাড় দেওয়া হচ্ছে ৩৫% বা এর উপরে করে! — মেলাতে পাওয়া যাচ্ছে শিশুদের জন্য লেখা ইসলামী শিশুতোষ বই থেকে শুরু করে আকীদা-আমল, প্রবন্ধ, সংকলন, ইসলামী উপন্যাস, কবিতা, গল্প বা যেকোনো ধাচের ইসলামী বই! ......ছোট বাচ্চাদের নিয়ে চলে আসুন শীঘ্রই; মা-বোনেরা অবশ্যই আসুন; সম্ভব হলে পুরো পরিবার নিয়ে আসুন; তা না পারলে অন্তত কয়েকজন বন্ধুকে নিয়ে! সামর্থ্য থাকলে অবশ্যই গিয়ে কিছু ভালো মানের বই কিনুন। আর বই কিনতে না পারলে নাই, অন্তত ঘুরার জন্য হলেও আসুন! এমন ইসলামী বিদ্যাভবনে এসে কিছুক্ষণ ঘুরলেও উপকারিতা আছে! নিজেদের টাইমলাইন, পেইজ বা গ্রুপে এই বিষয়ে পোস্ট করুন; মাত্র দুই লাইনে হলেও! মেলা যে হচ্ছে, এটাই অনেকে জানেনা; তাই ঢাকায় থাকা পরিচিত সবাইকে জানান। মেলায় যেতে আগ্রহী হাজার হাজার মানুষ জানেও না যে তার কাছেই বইমেলা হচ্ছে! তাই জানানোর কাজটুকু করে দিন। নিজে যেতে না পারলেও আরো কয়েকজনকে জানিয়ে পাঠান, উত্তম সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ! Adnan Abdullah.
إرسال تعليق (0)
أحدث أقدم