সাইমুম সাদিকে নিয়ে যা বললেন মাওলানা মাহবুবুল হাসান আরিফী

 ফেইসবুকে যাদের লেখার সাথে পরিচিত তাদের মধ্যে একজন মানুষকে আমি অনেক মহব্বত করি। তাঁকে আমি কখনো সরাসরি দেখি নি, তিনিও আমাকে সরাসরি দেখেন নি। তাঁর সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয়ও নেই, দুনিয়াবী কোনো স্বার্থও তাঁর সাথে জড়িত নয়। 


তাহলে এই মহব্বত কিসের জন্যে, কোন স্বার্থে? হ্যাঁ বলছি, এই মহব্বত শুধু দীনের জন্যে, আল্লাহর জন্যে; তাঁর ইতিবাচক চিন্তাগুলো আমাকে বেশ মুগ্ধ করে এজন্যে, তাঁর দাওয়াতী ভাবনাগুলো আমাকে প্রীত করে এজন্যে।


তিনি লিখছেন, লিখেই চলেছেন। কাউকে আঘাত করে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়; বিদ্রুপ কিংবা তুচ্ছ-তাচ্ছিল্ল করে নয়; করো ব্যক্তিগত সম্মানহানী করে নয়। তিনি সুন্দর চিন্তাগুলো, ইতিবাচক ভাবনাগুলো; আকর্ষণীয় ভঙ্গিতে, সুন্দর উপস্থাপনায় পেশ করে যাচ্ছেন।


আমরা অনেকেই ঐক্যের কথা বলি, ইতিবাচক চিন্তার কথা বলি, ভিন্ন মতের অনুসারীদের সথে ভাল আচরণের কথা বলি, মতানৈক্যের সাথেও পরস্পর সম্প্রীতির কথা বলি; অথচ কার্যত আমরা অনেকেই এর বিপরিত করি। এক্ষেত্রে সাদী ভাই (সাইমুম সাদী) সম্পূর্ণ ব্যতিক্রম। এজন্যই তিনি অনেকের মাঝে থেকেও অনেকের চেয়ে ভিন্ন, এজন্যই তাঁর সাথে আমার এই মহব্বত।


শুধু যে তিনিই এমন, আর কেউ এমন নয়; বিষয়টি এরকম নয়। তবে এমূহুর্তে তাঁর কথা বেশ মনে পড়ছে এজন্য লিখলাম।

মাওলানা মাহবুবুল হাসান আরিফী

সাইমুম সাদিকে নিয়ে যা বললেন মাওলানা মাহবুবুল হাসান আরিফী

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন