১৩ বছরের হাফিজ আবরার গতরাত থেকে নিখোঁজ


হারানো বিজ্ঞপ্তি

হাফেজ সন্তানকে ফিরে পেতে পরিবারের আকুল আবেদন

১৩ বছর বয়সী হাফেজ আবরারকে খুঁজছে তার পরিবার। এই ছেলেটি গতরাত থেকে নিখোঁজ রয়েছে। সে রামপুরা কারিমিয়া মাদরাসায় হিফজ বিভাগে পড়াশোনা করে। প্রতিদিনের রোটিনমাফিক দুভাই খাবার খেয়ে মাদ্রাসায় ফিরছিলো। জানা যায়, ছোট ভাইকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আবরার কারো ডাকে সাড়া দিতে মাদ্রাসার বাহিরে যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান মিলেনি। রোববার (৩১ অক্টোবর) এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সম্ভাব্য সকল যায়গায় খুঁজ নিয়েও সন্ধান মেলেনি আবরারের।
যদি কেউ কোথাও এই ছেলেটির সন্ধান পান তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 01640407050, 01626970819 নাম্বারে কল দিবেন।
অথবা হাতিরঝিল থানায় অবগত করবেন। হাতিরঝিল থানায় ছেলেটি হারানো গিয়েছে মর্মে একটি জিডি করা হয়েছে। জিডি নং-৩৫।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন