নামা কাতলাসেনের ঐতিহ্যবাহী ইসলামি মহা সম্মেলন


বৃহত্তর ময়মনসিংহ জেলার দাপুনিয়া ইউনিয়নস্থ নামা কাতলাসেনের ঐতিহ্যবাহী ইসলামি মহা সম্মেলনের তারিখ আগামী ১১ জানুয়ারী নির্ধারণ করা হয়েছে৷ ইতমধ্যে ধর্মীয় এই সভাকে ঘিরে এলাকাজুড়ে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। যার আমেজ প্রতিটি ঘরে ঘরেই দেখা দিয়েছে। চলছে মাহফিল বাস্তবায়নের সর্বজনের সর্ত্মবাক চেষ্টা। 

ঐতিহাসিক নামা কাতলাসেন স্কুল মাঠে আয়োজিত এই ইসলামি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মোতালিবুর রহমান সাইফীকে। আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট ওয়ায়েজ মাহমুদুল হাসান সিরাজী ও সময়ের আলোড়ন সৃষ্টিকারী ইসলামি আলোচক মাওলানা এনামুল হম আইয়ুবীকে। তাছাড়া পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবেন উপমহাদেশের বিখ্যাত কারী আবু সালেহ মুহাম্মাদ মুসা। 

দ্বীন প্রচারের এই বিখ্যাত সম্মেলনের সভাপতির পদ অলংকৃত করবেন ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতীব শাইখুল হাদীস আল্লামা আব্দুল হক হুজুর। সহ.সভাপতির দায়িত্ব পালন করবেন বিখ্যাত বিদ্যাপীঠ খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার সম্মানিত শাইখুল হাদীস মাওলানা সোহাইল আহমদ হুজুরকে৷ বাদ মাগরিব হুজুর মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করবেন বলেও জানান আয়োজক কমিটি। 

আয়োজক কমিটি জানান, দ্বীন প্রচার ও প্রসার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে এই সম্মেলন৷ সকল প্রকার দুনিয়াবি লাভ মুক্ত শুধুই সাধারণ মানুষের ইসলাহের জন্য আয়োজন ইসলামি এই মহা সম্মেলনের। যার প্রমাণ দেখা গিয়েছে তাদের ব্যবস্থাপনাতেও। মাহফিলটিকে সকল প্রকার কালেকশন মুক্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে আশেপাশে বাজার যেন না বসে সেই সংক্রান্ত ঘোষণা দিয়ে মাহফিল বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে চলছে মাওলানা মাসউদুল হক ও আশিকুল ইসলামের নেতৃত্বে ধর্মীয় এই সভার প্রস্তুতি। 




إرسال تعليق (0)
أحدث أقدم